আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

অন্যান্য আন্তর্জাতিক সংস্থা

Correct :

Wrong :

  • 1. Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?
  • Today, the Schengen Area encompasses most EU States, except for Bulgaria, Croatia, Cyprus, Ireland, Romania and the United Kingdom. However, Bulgaria and Romania are currently in the process of joining the Schengen Area. Of non-EU States, Iceland, Norway, Switzerland and Liechtenstein have joined the Schengen Area.

  • 2. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
  • ব্যখ্যাঃ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC)  হল একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশসমূহকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে থাকে। আইএফসি হল বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। উন্নয়নশীল দেশসমূহতে শুধুমাত্র ব্যক্তিখাতের উন্নয়ন ও লাভজক প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ ও উন্নয়নের জন্য ১৯৫৬ সালে বিশ্বব্যাংকের একটি শাখা হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করা হয়। দারিদ্র বিমোচন, অণুন্নত ও উন্নয়নশীল দেশের সরকারের অর্থনীতির উপর থেকে চাপ কমিয়ে ব্যক্তিখাতে জনসাধারণের জন্য কর্মসংথান সৃষ্টি, দেশের বিদ্যমান সম্পদসমূহকে কাজে লাগিয়ে প্রাইভেট এন্টারপ্রাইজসমূহকে শক্তিশালী করা এবং ব্যক্তিপর্যায়ে ব্যবসার সম্প্রসারণই হল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের অন্যতম লক্ষ্য।

     

  • 3. কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
  • 4. গ্রীন পিস যাত্রা শুরু করে-
  • ব্যখ্যাঃ গ্রিনপিস হল একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদি সংস্থা। বিশ্বের চল্লিশটি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের পরতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা। সংস্থাটি সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংশ, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মাৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালিয়ে আসছে। এই লক্ষ্যে সংস্থাটি উচ্চপর্যায়ে লবিং এবং সরাসরি পদক্ষেপ গ্রহণ গ্রহন করে থাকে। গ্রিনপিস কোন সরকারি অনুদান গ্রহণ না করে এর প্রায় তিন কোটি সমর্থকদের কাছ থেকে অর্থ গ্রহণ করে থাকে।

    ষাট এবং সত্তোরের দশকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভারে পারমানবিক শক্তির বিরোধিতা করার মাধ্যমে এই সংস্থাটিস সূচনা ধটে। আলাস্কায় যুক্তরাষ্টের পারমানবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ১৫ই সেপ্টেম্বর ১৯৭১ সালে সদ্য প্রতিষ্ঠিত ডোন্ট মেক এ ওয়েভ কমিটি ফিলিস কোরম্যাক নামের একটি জাহাজ ভ্যানকুভার থেকে পাঠায়। ফিলিস কোরম্যাক জাহাজটির নাম সেসময় পরিবর্তন করে গ্রিনপিস রাখা হয়। পরবর্তীতে ডোন্ট মেক এ ওয়েভ কমিটিও গ্রিনপিস নামটি ধারন করে।

  • 5. SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
  • 6. World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
  • 7. বৰ্তমানে NAM এর সদস্য সংখ্যা কত-
  • সঠিক উত্তরঃ ১২০

    ∎NAM=Non-Aligned Movement

    ∎Membership: 120 members (15 observers)

  • 8. আরবলীগ প্রতিষ্ঠা পায়-
  • ∎ Arab League:

    *Headquarters: Cairo, Egypt.

    *Establishment: 22 March 1945

  • 9. কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
  • 10. UNESCO এর সদস্য দেশ কয়টি?
  • 11. BIMSTEC কোন ধরনের সংগঠন?
  • The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) is an international organisation involving a group of countries in South Asia and South East Asia. These are: Bangladesh, India, Myanmar, Sri Lanka, Thailand, Bhutan and Nepal.

  • 12. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  • ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট । এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৮।

  • 13. ওপেক-এর উদ্যোক্তা-  
  • ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
    ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 14. ওপেক ত্যাগকারী দেশটি হল-  
  • ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 15. পিএলও কখন গঠিত হয়?  
  • 16. ‘WIPO’ এর সদর দপ্তর –
  • ∎WIPO=World Intellectual Property Organization.

    ∎Headquarters=Geneva, Switzerland.

    ∎Formation: July 14, 1967

  • 17. ব্রিকসের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় -
  • ∎8th BRICS summit--

    ∎Host country: India.

    ∎Date: October 15, 2016.

    ∎Cities:Goa, India.

    (7th BRICS Summit--Russia, Date:8–9 July 2015)

    [Last Updated: 25 Aug. 2016]

  • 18. আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউট কোথায় অবস্থিত?
  • 19. আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন-
  • আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice) মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত। 
    এটির সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে। 
    এটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনী বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া।
    জাতিসংঘ দ্বারা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। আদালত ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।  
    আন্তর্জাতিক আদালত ৯ বছর মেয়াদি ১৫ জন বিচারক দ্বারা পরিচালিত। 
    প্রতি ৩ বছর পর পর প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়।  
    বর্তমান প্রেসিডেন্ট ফ্রান্সের রনি আব্রাহাম (৬ ফেব্রুয়ারি ২০১৫ থেকে)।

  • 20. আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  • 21. আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোন দেশে অবস্থিত?
  • 22. জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?
  • 23. ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন?
  • 24. নিচে উল্লেখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোন জন এশিয়া মহাদেশের অধিবাসী
  • 25. কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
  • 26. 'Earth Summit' held at Rio De Janeiro is concerned with
  • 27. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? 
  • 28. জাতিসংঘের ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ অনুযায়ী কত সালের মধ্যে বিশ্বের দারিদ্র অর্ধেক কমিয়ে আনতে হবে?
  • 29. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত? 
  • 30. জাতিসংঘের মিলিনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 
  • 31. জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়- 
  • The United Nations Peacekeeping Forces are employed by the World Organization to maintain or re-establish peace in an area of armed conflict. The UN may engage in conflicts between states as well as in struggles within states.
    Founded:    1948

  • 32.  জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরোস্ত্রাণের রং- 
  • 33. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
  • 34. জাতিসংঘ সমুদ্র আইন (UN convention on the Law of the sea) কত সালে স্বাক্ষরিত হয়েছিল
  • 35. শিশু অধিকার বিষয়ক কনভেনশন (UN convention on the rights of the child) কার্যকরী হয়েছে- 
  • 36. জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ কোন তারিখে অনুমোদিত হয়েছিল?
  • 37. নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মুল কনভেনশন (UN convention on the Elimination of all Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয়- 
  • 38. কোনটি নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান সমপর্কিত সনদ? 
  • 39. World Development Report প্রস্তুতকারী সংস্থা কোনটি?
  • 40. IFC is an--
  • 41. স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? 
  • 42. LDC দেশ কয়টি? 
  • 43. জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্ট- 
  • 44. HDI ধারণাটি কোন সংস্তার উদ্ভাবন? 
  • 45. HDI এর পূর্নরূপ হলো- 
  • 46. ২৬তম অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?  
  • 47. ২০১৬ সালে ন্যাটোর ২৭তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?  
  • 48. দশম আসেম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?  
  • 49. দশম আসেম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?  
  • 50.  কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয় ?
  • প্রতিষ্ঠাকাল ১৮৬৩ (আইসিআরসি); ১৯১৯ (আইএফআরসি) (ধারণা ১৮৫৯ সালে)
  • 51. নিচের কোন দেশটি G-8 এর সদস্য নয়?  
  • ∎Now: G-7

    Russia was ejected from the group in 2014 following the Russian annexation of Crimea.

    The Group of Seven (G7) is an informal bloc of industrialized democracies--the United States, Canada, France, Germany, Italy, Japan, and the United Kingdom--that meets annually to discuss issues such as global economic governance, international security, and energy policy.

    [Last updated: 21 Sept. 2016]

  • 52. NATO কবে প্রতিষ্ঠিত হয়?
  • NATO: North Atlantic Treaty Organization

  • 53. নিম্নের কোন দেশটি Group of Eight এর সদস্য নয়?
  • Group of Eight এর সদস্যঃ ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, জাপান, ইতালি, কানাডা 

  • 54. নিম্নের কোন দেশটি Group pf Eight এর সদস্য নয়?
  • 55. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে- 
  • 56. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
  • এশীয় উন্নয়ন ব্যাংক (ADB - Asian Development Bank) বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ২২ আগস্ট, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।

  • 57.  কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?       
  • 58. INTERNATIONAL INSTITUTE ON AGING কোথায় প্রতিষ্ঠিত হয়?       
  • INTERNATIONAL INSTITUTE ON AGING ভ্যালেটায় প্রতিষ্ঠিত হয়।

  • 59. Global Peace Index (GPI) ২০১৪ অনুযায়ী সবচে শান্তিপূর্ণ দেশ কোনটি?
  • GPI রিপোর্টটি প্রকাশ করেছে লন্ডনস্থ Institute for Economics and Peace

  • 60. Global Peace Index (GPI) ২০১৪ অনুযায়ী সবচে কম শান্তিপূর্ণ দেশ কোনটি?
  • GPI রিপোর্টটি প্রকাশ করেছে লন্ডনস্থ Institute for Economics and Peace

  • 61. মুসলিম ব্রাদারহুড কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল?
  • মুসলিম ব্রাদারহুড মুসলিম বিশ্বে সবচে প্রভাবিত ও বৃহৎ ইসলামপন্থী আন্দোলন। ১৯২৮ সালে মিশরে হাসানুল বান্না মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যার সদস্য সংখ্যা ছিল ২০ লাখ। শিক্ষা এবং চ্যারিটির কাজেই এরা বেশী মনোযোগ দেয়।

  • 62. মুসলিম ব্রাদারহুড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
  • মুসলিম ব্রাদারহুড মুসলিম বিশ্বে সবচে প্রভাবিত ও বৃহৎ ইসলামপন্থী আন্দোলন। ১৯২৮ সালে মিশরে হাসানুল বান্না মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যার সদস্য সংখ্যা ছিল ২০ লাখ। শিক্ষা এবং চ্যারিটির কাজেই এরা বেশী মনোযোগ দেয়।

  • 63. OPEC গঠিত হয় কোন সালে?
  • ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
    প্রতিষ্ঠা: ইরাকের বাগদাদে ১৯৬০ সালের সেপ্টেম্বর (১০-১৪)
    ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।

  • 64. কোন সালে ইউরোপিয়ান ইউনিয়ন নোবেল পুরস্কার পায়?
  • 65. দুর্নীতিরোধে যে সংস্থাটি গঠিত হয় তার নাম-
  • 66. BIMSTEC এর সদস্য নয়-
  • বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন বা সংক্ষেপে বিম্‌সটেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।
    ১৯৯৭ সালের ৬ জুন, ব্যাংককে - বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অন্যযায়ী এই জোটের নাম দেয়া হয় - BIST-EC (Bangladesh, India, Sri Lanka & Thailand Economic Cooperation).
    প্রসংগত, মায়ানমার এই প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। পরবর্তীতে, ২২ ডিসেম্বর, ১৯৯৭ সালের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমার কে পূর্ন সদস্য হিসেব গ্রহন করা হয়। মায়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMST-EC করা হয়। সদর দপ্তর ঢাকায় এবং সভাপতি নেপাল। 

  • 67. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  • 68. গ্রুপ-৭৭ এর জন্ম হয়েছিল কত সালে?
  • 69. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANC কবে প্রতিষ্ঠিত হয়?
  • 70. OIC কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  • 71. ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়-
  • 72. কোনটি BENELUX এর সদস্য?
  • 73. বর্তমানে LDC ভুক্ত দেশ কয়টি?
  • 74. বিশ্ববাণিজ্য সংস্থার কার্যক্রম শুরু হয়--
  • 75. Dreams From My Father বইটির লেখক কে?
  • 76. Who wrote ‘The Audacity of Hope’?
  • 77. ইবনে সিনা এর প্রধান দর্শন গ্রন্থের নাম-
  • 78. আল বেরুনি রচিত গ্রন্থের নাম-
  • 79. অমিতাভ ঘোষ কোন ভাষার খ্যাতিমান লেখক?
  • 80. ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
  • 81. মার্ক টোয়েন কোন দেশের লোন ছিলেন?
  • 82. গেটে কোন দেশের কবি?
  • 83.  ‘Comedy of Errors’ নাটকটি কে লিখেছেন?
  • 84. Shakespeare’s ‘Macbeth’ is a -
  • 85. ‘Macbeth’ নাটকটি কার রচনা?
  • 86. Who is the author of ‘The Taming of the Shrew’?
  • 87. Shakespeare ‘Julius Caesar’ is a -
  • 88. Who wrote the world famous tragic play ‘King Lear’?
  • 89. Shakespeare’s ‘King Lear’ is a-
  • 90. ‘Hamlet’ by Shakespeare is-
  • 91. ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা?
  • 92. ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন?
  • 93. এল.টি.টি.ই হলো--
  • 94. আসিয়ান রিজিওনাল ফোরাম এর সদস্য সংখ্যা কত?
  • 95. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি?
  • 96. আসিয়ানের সদর দপ্তর কোথায়?
  • 97. নিম্ম লিখিত কোন দেশ আসিয়ানের সদস্য নয়?
  • 98. Which country is not a member of ASEAN?
  • 99. Which of the following is a member of ASEAN?
  • 100. আসিয়ানের মোট সদস্য দেশ কয়টি?
  • 101. আসিয়ান গঠিত হয়?
  • 102. দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থাটির নাম কি?
  • The Association of Southeast Asian Nations (ASEAN) is a regional organisation comprising ten Southeast Asian states which promotes intergovernmental cooperation and facilitates economic integration amongst its members.

    সদর দপ্তর:    ইন্দোনেশিয়া জাকার্তা, ইন্দোনেশিয়াক
    সদস্য দেশ    
    -১০ সদস্য দেশ
    -২ পরিদর্শক দেশ[দেখাও]
    নেতৃবৃন্দ
     •     মহাসচিব    ভিয়েতনাম লে লং মিহ
     •     সম্মেলনের অধ্যক্ষতা     মায়ানমার
    সংস্থাপন
     •     আসিয়ান ঘোষণা ৮ আগস্ট ১৯৬৭ 
     •     সনদ    ১৬ ডিসেম্বর ২০০৮

  • 103. The Head Office of which regional/International organization is located in Dhaka?
  • 104. সিরডাপ এর সদরদপ্তর কোথায়?
  • 105. The head office of Asian Clearing Union is situated in:
  • 106. এপেকের সদস্য সংখ্যা কত?
  • 107. Which is the biggest oil consuming country in the world?
  • 108. বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে?
  • 109. এশিয়ার কোন দেশ ওপেক সদস্যভুক্ত?
  • ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 110. ‘ওপেক’ ভুক্ত আরব মুসলিম দেশ কোনটি?
  • ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 111. Bangladesh is not a member of:
  • 112. তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক হতে কোন দেশটি নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেয়?
  • ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
    ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 113. Who is the youngest member states of OPEC?
  • 114. OPEC ভুক্ত দেশ কয়টি?
  • 115. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • 116. OPEC গঠিত হয় কোন সালে?
  • ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
    প্রতিষ্ঠা: ইরাকের বাগদাদে ১৯৬০ সালের সেপ্টেম্বর (১০-১৪)
    ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।

  • 117. কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যেগ গ্রহন করেছিল?
  • ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
    ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 118. OPEC কোন পণ্যের cartel?
  • 119. তেল রপ্তানিকারক সংস্থা কোনটি?
  • 120. ৭৭ জাতি গ্রুপের সদস্য সংখ্যা-
  • 121. গ্রুপ ৭৭ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত?
  • 122. গ্রুপ ৭৭ এর জন্ম হয়েছিল কত সালে?
  • 123. কোন দেশগুলো ডি-৮ দেশ সমূহের অন্তর্ভুক্ত নয়?
  • 124. ডি-৮ এর সদর দপ্তর-
  • 125. G-8 বর্তমানে কি নামে পরিচিত?
  • 126. নিন্মের কোনটি জি-৮ ভুক্ত দেশ নয়?
  • 127. নিন্মের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?
  • 128. Which one is not included G-8?
  • 129. Which country does belong to the group of G-8 countries?
  • 130. Which Asian country belongs to the group of G-8 countries?
  • 131. কোন ধরনের ৮ তি দেশকে ‘জি৮’ বলা হয়?
  • 132. উপসাগরীয় সহযোগিতা পরিষদ এর সদস্য সংখ্যা কত?
  • 133. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম--
  • 134. ‘সাংহাই ফাইভ’ এর প্রধান উদ্দেশ্য কি?
  • 135. সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য নয় নিচের কোন দেশ?
  • 136. আমেরিকায় রাষ্ট্রসমূহের সংগঠন গঠিত হয় কত সালে?
  • 137. মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?
  • 138. প্রতিষ্ঠাকালীন আরব লিগের সদর দপ্তর কোথায় ছিল?
  • 139. League of Arab States- এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • 140. আরব লীগের সদস্য দেশ নয় কোনটি?
  • 141. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
  • 142. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
  • 143. আরব লীগের সদস্য সংখ্যা কত?
  • 144. Organization of African Unity- কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • 145. African Union এর সদর দপ্তর কোথায়?
  • 146. ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
  • The European Central Bank is the central bank for the euro and administers monetary policy of the eurozone, which consists of 19 EU member states and is one of the largest currency areas in the world. 

    President: Mario Draghi
    Headquarters: Frankfurt, Germany
    Founder: European Communities
    Founded: June 1, 1998

  • 147. Which country below within the EU still doesn’t use Euro as their currency?
  • 148. How many countries have accepted ‘Euro’ as their common currency?
  • The euro is the single currency shared by 19 of the European Union's Member States, which together make up the euro area. The introduction of the euro in 1999 was a major step in European integration. It has also been one of its major successes: more than 337.5 million EU citizens in 19 countries now use it as their currency and enjoy its benefits. In 2015 Lithunina adopted Euro as 19th country.

  • 149. ইউরোপিয়ান ইউনিয়ন এর একক মুদ্রা চালু হয়েছে--
  • 150. ‘ইউরো’ মুদ্রা কখন চালু হয়?
  • 151. ইউরো মুদ্রার জনক কে?
  • 152. ইউরো বলতে কি বোঝায়?
  • 153. ইউরোপীয় ইউনিয়ন এর সাধারন মুদ্রার নাম কি?
  • 154. Which one of the following is the currency of European Union?
  • 155. Which one is not a national currency?
  • 156. What is the present number of members in the European Parliament?
  • 157. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
  • 158. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
  • 159. কোন রাষ্ট্র ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
  • 160. Which country is not a member of European Union?
  • 161. ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা-
  • 162. Where is the headquarter of the European Union?
  • 163. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  • ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট । এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৮।

  • 164. Where is the headquarter of the European Union?
  • 165. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  • ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট । এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৮।

  • 166. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  • ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট । এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৮।

  • 167. Which is the largest trading block of the world?
  • 168. যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়-
  • 169. কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে?
  • 170. নিচের কোন দেশটি EEC গঠন করায় সময় এর উদ্যোক্তা ছিল না?
  • 171. ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় কত তারিখে?
  • 172. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  • 173. The first NAM summit was held in-
  • 174. জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় কত সালে?
  • 175. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
  • 176. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?
  • 177. NAM এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  • 178. NAM এর সদরদপ্তর কোথায়?
  • 179. জোট নিরপেক্ষ আন্দোলন কি অর্থে সংজ্ঞায়িত হয়েছিল?
  • 180. কোন দেশটির OIC এর পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে?
  • 181. মুসলিম প্রধান না হয়ে ও কোন দেশটি OIC এর সদস্য?
  • 182. প্রথম তথ্য সমাজ শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
  • 183. ৪ র্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
  • 184. ২০০২ সালে দ্বিতীয় ধরিত্রী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  • 185. ধারিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  • 186. ‘Earth Summit’ held at Rio de Janeiro is concerned with:
  • 187. কোনটি নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান সম্পর্কিত সনদ?
  • 188. World Development Report প্রস্তুতকারী সংস্থা কোনটি?
  • 189. IFC is an-
  • 190. IFC বলতে কোনটিকে বোঝায়?
  • 191. IDA স্বল্পোন্নত দেশগুলিকে কোণ জাতীয় ঋণ প্রদান করে থাকে?
  • 192. কোন দেশটি কমনওয়েলথ অফ ইন্ডিপেনডেন্ট স্টেটস এর সদস্য রাষ্ট্র?
  • 193. সি আই এস এর সদস্য সংখ্যা-
  • 194. কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস গঠিত হয়েছে-
  • 195. নারীর বিরুদ্ধে যে কোন ধরনের বৈষম্য অবসানের প্রশ্নে সাধারন পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়-
  • 196. ১৯৬৭ সনে জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদুল আল আকসাতে সংঘটিত অগ্নিকান্ডের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছিল নিচের কোন সংস্থাটি?  
  • 197. নিচের কোন ব্যক্তি জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্যোক্তা নন-  
  • 198. ১৯৭৯ সালে বহিস্কৃত হবার পর ১৯৯০ সনে আরব লীগে পুনরায় যোগ দেয়-  
  • 199. ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ছিল-  
  • 200. এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়-  
  • 201. ইসলামিক উন্নয়ন ব্যাংক আর্থিক কার্যক্রম শুরু করে-  
  • 202. দরিদ্র উন্নয়নশীল দেশকে বিশ্বব্যাংকের যে অঙ্গসংস্থা ঋণ দেয় তার নাম-  
  • 203. আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রথম চার্টারের স্বাক্ষরকারী দেশের সংখ্যা-  
  • 204. আন্তর্জাতিক অর্থ তহবিল হলো-  
  • 205. আটলান্টিক সনদে  স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্র প্রদানদ্বয় হলেন-  
  • 206. নিচের কোন দেশটি ডি-৮ ভুক্ত নয়?  
  • 207. এপেকের সদর দপ্তর-
  • 208. নিচের কোন সংস্থাটির সাংগঠনিক কাঠামো বা সদর দপ্তর নেই?  
  • 209. ওপেক-এর উদ্যোক্তা-  
  • ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
    ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 210. ওপেক ত্যাগকারী দেশটি হল-  
  • ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
    ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 211. নিচের কোন দেশটি আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য নয়?  
  • 212. BIMSTEC গঠিত হয়-  
  • বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন বা সংক্ষেপে বিম্‌সটেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।
    ১৯৯৭ সালের ৬ জুন, ব্যাংককে - বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অন্যযায়ী এই জোটের নাম দেয়া হয় - BIST-EC (Bangladesh, India, Sri Lanka & Thailand Economic Cooperation).
    প্রসংগত, মায়ানমার এই প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। পরবর্তীতে, ২২ ডিসেম্বর, ১৯৯৭ সালের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমার কে পূর্ন সদস্য হিসেব গ্রহন করা হয়। মায়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMST-EC করা হয়। সদর দপ্তর ঢাকায় এবং সভাপতি নেপাল। 

  • 213. SAPTA-চুক্তিটি স্বাক্ষরিত হয়-  
  • 214. SAFTA চুক্তিটি কার্যকর হবে-  
  • 215. NATO প্রতিষ্ঠিত হয়-  
  • 216. অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালেরপ্রতিষ্ঠাতা পিটার বেলেসন কোন দেশের নাগরিক?  
  • 217. রোটারী ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা-  
  • 218. লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা-  
  • 219. প্রতিদিন একটি করে ভাল কাজ করো এই শ্লোগানটি কোন সেবা সংস্থার?  
  • 220. বয়েজ স্কাউটের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল হল-  
  • 221. বয়েজ স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল পেশায় ছিলেন একজন-  
  • 222. উড়ন্ত চক্ষু হাসপাতাল নামে খ্যাত সংস্থাটি হল-  
  • 223. বয়েজ স্কাউটের সদর দপ্তর-  
  • 224. বিশ্বব্যাংক কয়টি ভিন্ন ভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত?  
  • 225. বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংখ্যা, বিশ্ব খাদ্য সংস্থ্য ও বিশ্ব শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে-   
  • 226. বিশ্বব্যাংকের ঋণ দান কার্যক্রমে ঋণ গ্রহিতা ও বিশ্বব্যাংকের মধ্যে নিশ্চয়তাপত্র প্রদানকারী অংগ সংগঠনটির নাম-  
  • 227. বিশ্বব্যাংকের ঋণ কার্যক্রমে সরকার ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ নিস্পত্তি করে-  
  • 228. IMF এর সদস্য রাষ্ট্রগুলোর দেয় চাঁদাকে বলে-  
  • 229. IMF-এর সর্বাধিক কোটা ও ভোটের অধিকারী রাষ্ট্র হল-  
  • 230. IMF-আত্নপ্রকাশ করে ২৭ ডিসেম্বর ,১৯৪৫ কিন্তু কার্যক্রম শুরু করে-  
  • 231. আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা-
  • 232. "হারারে" এর পুরাতন নাম- 
  • 233. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদাণ করে-
  • 234. সাউথ কমিশনের চেয়ারম্যান-
  • 235. আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর-  
  • 236. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় -
  • 237. পিএলও(PLO)-এর সদর দপ্তর হল -
  • 238. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় -
  • 239. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত -
  • 240. IMF এর সদর দপ্তর কোথায়?
  • 241. ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর কোথায়?
  • ∎ইউরোপীয় ইউনিয়ন:

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ (European European, EU) ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে।

  • 242. এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • ∎ESCAP=Economic and Social Commission for Asia and the Pacific

    ∎সদর দপ্তর: Bangkok, Thailand

    ∎প্রতিষ্ঠা: 1947

  • 243. আইএলও- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • ∎ILO=International Labour Organization

    ∎সদর দপ্তর: Geneva, Switzerland

    ∎প্রতিষ্ঠা: 1919

  • 244. আশিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
  • ∎The ASEAN Regional Forum (ARF) was established in 1994. It comprises 27 members: the 10 ASEAN member states (Brunei, Cambodia, Indonesia, Laos, Malaysia, Burma, Philippines, Singapore, Thailand and Vietnam), the 10 ASEAN dialogue partners (Australia, Canada, China, the EU, India, Japan, New Zealand, ROK, Russia and the United States), one ASEAN observer (PNG) as well as the DPRK, Mongolia, Pakistan, Timor-Leste, Bangladesh and Sri Lanka.

  • 245. অক্সফাম(Oxfam)এর সদর দপ্তর কোথায়?
  • ∎Oxfam:

    Oxfam is an international confederation of charitable organizations focused on the alleviation of global poverty.

    ∎Headquarters: Oxford (London, UK)

  • 246. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
  • ∎উগান্ডা:

    উগান্ডা প্রজাতন্ত্র (Uganda) পূর্বাঞ্চলীয় আফ্রিকায় বিষুবরেখার উপর অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। কাম্পালা উগান্ডার রাজধানী ও বৃহত্তম নগরী। দেশটি পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া দ্বারা বেষ্টিত। দক্ষিণাঞ্চলের কিছু উল্লেখযোগ্য ভূমি ভিক্টোরিয়া হ্রদের তীর ঘেঁষে অবস্থিত। এই অংশটিই একাধারে কেনিয়া এবং তানজানিয়ার সাথে সীমান্ত রক্ষা করে চলেছে। উগান্ডা নামটির উৎপত্তি হয়েছে বুগান্ডা রাজত্ব থেকে। রাজধানী কাম্পালাসহ দেশের দক্ষিণাংশ নিয়ে এই রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল।

  • 247. NIPORT কি?
  • ∎NIPORT=National Institute of Population Research and Training

  • 248. OPEC-ভুক্ত দেশ কয়টি?
  • 249. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
  • 250. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  • 251. G-77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
  • 252. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  • 253. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
  • 254. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
  • ∎Arab League

    ∎Members: 22 states

    ∎Headquarters: কায়রো, মিশর।

    ∎Establishment: 22 March 1945

  • 255. জোট নিরপেক্ষ দেশ সমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  • ∎NAM=Non-Aligned Movement

    ∎Members: 120 members (15 observers)

    ∎Establishment: 1961 in Belgrade as the Conference of Heads of State or Government of Non-Aligned Countries.

  • 256. আবু গারিব বলতে কী বুঝায়?
  • ∎আবু গারিব--ইরাকের একটি জেলখানার নাম।

  • 257. ও আই সি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
  • ও আই সি-এর বর্তমান মহাসচিব: আইয়াদ বিন আমিন মাদনী, সৌদি আরব।

  • 258. MIGA কখন গঠিত হয়?
  • 259. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
  • 260. WTO এর সদর দপ্তর কোথায়?
  • 261. IUCN-এর কাজ হলো বিশ্বব্যাপী-
  • 262. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  • 263. Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • 264. IFC বলতে কী বুঝায়?
  • 265. Food and Agricultural Organisation-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  • 266. উরুগুয়ে রাউণ্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?
  • ∎The Uruguay Round was the 8th round of multilateral trade negotiations (MTN) conducted within the framework of the General Agreement on Tariffs and Trade (GATT), spanning from 1986 to 1994 and embracing 123 countries as "contracting parties".

  • 267. বিশ্বব্যাংকের SOFT LONE WINDOW হল -
  • ∎IDA=International Development Association

  • 268. IAEA-এর নির্বাহী প্রধান হলেন -
  • IAEA-এর সদর দপ্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া।

  • 269. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
  • 270. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
  • 271. BIMSTEC কি ধরনের সংগঠন?
  • বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকনমিক কোঅপারেশন বা সংক্ষেপে বিম্‌সটেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।
    ১৯৯৭ সালের ৬ জুন, ব্যাংককে - বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যাক্ষর অন্যযায়ী এই জোটের নাম দেয়া হয় - BIST-EC (Bangladesh, India, Sri Lanka & Thailand Economic Cooperation).
    প্রসংগত, মায়ানমার এই প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। পরবর্তীতে, ২২ ডিসেম্বর, ১৯৯৭ সালের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে মায়ানমার কে পূর্ন সদস্য হিসেব গ্রহন করা হয়। মায়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMST-EC করা হয়। সদর দপ্তর ঢাকায় এবং সভাপতি নেপাল। 

  • 272. উপসাগরীয় সহযোগীতা পরিষদ (G.C.C) এর সদস্য সংখ্যা কত?
  • 273. জোট নিরপেক্ষ আন্দোলনের(NAM) আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  • 274. ইসলামী সম্মেলন সংস্থার হেড কোয়াটার বা প্রধান কার্যালয় কোথায়?
  • 275. NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  • 276. ট্রান্সপারেন্সী ইনটারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?  
  • 277. নাসা কোন দেশের সংস্থা?
  • NASA - National Aeronautics and Space Administration

    প্রতিষ্ঠিত হয়ঃ জুলাই ২৯, ১৯৫৮ সালে।

    প্রধান কার্যালয়ঃ ওয়াশিংটন, ডি.সি.।

  • 278. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?   
  • ∎Food and Agriculture Organization

    ∎Headquarters: Rome, Italy

  • 279. রেড ক্রসের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  • রেড ক্রসের সদরদপ্তর--জেনেভা.

  • 280. IMF is the result of---
  •  ∎IMF -- International Monetary Fund

    ∎Type: International financial institution

    ∎Headquarters: Washington, D.C., United States

    ∎Formation: 27 December 1945

  • 281. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
  • ∎Developing-8:

    Developing-8, is an organization for development cooperation among the following countries: Bangladesh, Egypt, Indonesia, Iran, Malaysia, Nigeria, Pakistan, and Turkey.

  • 282. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ- 
  • ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
    ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন। ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।  

  • 283. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 
  • 284. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?   
  • 285. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?   
  • 286. Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩ এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?   
  • 287. The World Economic Forum কতৃক নির্ধারিত International Competitiveness Ranking এ ১৯৯৩ সালে কোন দেশ কোন সর্বোচ্চ স্থান অধিকার করেছে?  
  • 288. LEAGUE OF ARAB STATES- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?    
  • 289. CLUB OF VIENA কি?
  • The CLUB OF VIENNA is an international association of individuals interested in social, scientific, economic and ecological issues who have proven professional expertise in these areas. The Club of Vienna has no party political ties and is exclusively responsible for its decisions. Currently comprising 19 members, it forms a union of recognised scientists and experts who are able to present reliable, far-sighted expertise on topics of public significance.
    Main areas of focus
    -intellectual, cultural, ecological and economic potential in the area of conflict between regional and national interests
    -the trend towards globalisation
    -possible scenarios for the city of Vienna.

  • 290.  বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত?  
  • 291. কোন দেশটি আরব লিগের অন্তভূক্ত নয়?
  • অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লীগের সদস্য।

    ১. কুয়েত ২. লেবানন ৩. ফিলিস্তিনী অঞ্চলসমূহ ৪. কাতার ৫. জর্দান ৬. বাহরাইন ৭. সংযুক্ত আরব আমিরাত ৮. লিবিয়া ৯. ওমান ১০. সৌদি আরব ১১. সিরিয়া ১২. তিউনিসিয়া ১৩. ইরাক ১৪. আলজেরিয়া ১৫. মরোক্কো ১৬. সুদান ১৭. জিবুতি ১৮. মিশর ১৯. ইয়েমেন ২০. মৌরিতানিয়া ২১. সোমালিয়া

  • 292. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?  
  • এশীয় উন্নয়ন ব্যাংক (ADB: Asian Development Bank) বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ২২ আগস্ট, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। দেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবি'র সদস্য পদ লাভ করে।

  • 293. কোনটি ওআইসি এর অংগ সংস্থা নয়?    
  • অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (Organization of the Islamic Cooperation) বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। ১৯৬৭ সালে এটি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স নামে ২৫ টি মুসলিম দেশ মিলে এই প্রতিষ্ঠানটি তৈরী করে। মধ্যপ্রাচ্য, উত্তর পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এবং ভারতীয় উপমহাদেশের ৫৭টি ইসলামী রাষ্ট্র নিয়ে এই সংস্থা গঠিত।

  • 294. কোনটি বিশ্ব ব্যাংকের অংগ প্রতিষ্ঠান নয়?
  • বিশ্বব্যাংক (World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর প্রধান সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।

  • 295. কমন ওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?  
  • 296. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
  • 297. ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে:
  • 298. বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস’ (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?
  • ১৯৮৯ সালে জন উইলিয়ামসন নামের একজন অর্থনীতিবিদ এই ধরণাটির প্রবর্তক। তিনি ওয়াশিংটন ডিসি ভিত্তিক ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকনমিকস এর একজন অর্থনীতিবিদ। ওয়াশিংটন কনসেনসাস মূলত সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য ওয়াশিংটন ভিত্তিক তিনটি প্রতিষ্ঠানের একটি সংস্কার প্যাকেজ। আর এই তিনটি প্রতিষ্ঠান হলো বিশ্ব ব্যাংক, আইএমএফ এবং ইউএস ট্রেজারি বিভাগ। এই তিনটি প্রতিষ্ঠান বিভিন্ন সময় নানা ধরণের সংস্কার কর্মসূচীর কথা বলে থাকে। এসব কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন দেশকে তাগিদ দেয়।

  • 299. ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?
  • 300. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The Sustainable Development)-তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?
  • টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে ১৭ টি লক্ষ্য ( goals) রয়েছে ।
  • 301. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত? 
  • সানশাইন পলিসি” হল দক্ষিণ কোরিয়া কর্তৃক উত্তর কোরিয়ার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার নীতি। ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠান্ডা যুদ্ধের ফলাফল হিসেবে ১৯৪৫ সালে কোরিয়া ভেঙ্গে যাওয়ার পর তাদের আর এক হওয়া সম্ভব হয় নি।   দীর্ঘ বিচ্ছিন্নতা, সম্পর্কের টানাপোড়েন আর উত্তেজনাকে নিরসনে গেল শতকের '৯০ এর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং এক নীতি গ্রহণ করেন যা সানশাইন পলিসি । কিম দায়ে জং এর এই নীতির ফলশ্রুতিতে ২০০১ সালের ১৩ জুন দু দেশের প্রেসিডেন্টের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ।  

  • 302. নিচের কোন দেশে ২০২২ সালের G-২০ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে-
  • ২০২২ সালে জি-২০ সম্মেলনের আয়োজক দেশ হবে ভারত। আর্জেন্টিনায় আয়োজিত ১৩ তম জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী। সেই বিশেষ বছরে জি-২০ সম্মেলনের আয়োজক হতে চাই আমরা। তাই আমরা ইতালিকে ২০২২ সালের পরিবর্তে ২০২১ সালের জি-২০ আয়োজক দেশ হওয়ার আবেদন জানাই।

  • 303. নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
  • The BIMSTEC Permanent Secretariat is to be established in Dhaka with first SG to be nominated by Sri Lanka. India would be contributing 32% of the cost of Secretariat reflecting its strong commitment to BIMSTEC process.
  • 304. OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
  • ২২-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ পাকিস্তানের লাহোরে  অনুষ্ঠিত ওআইসি এর ২য় শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। এবং বাংলাদেশ ৩২ তম দেশ  হিসেবে সদস্যপদ লাভ করে।      


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6889

Students

79846

Questions

150

Model Test